সরকার সিমিত আকারে শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছে ১০ তারিখ থেকে। বর্তমান করোনা পরিস্থিতিতে সিলেট নগরের নয়াসড়ক এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলছে না। বৃহস্পতিবার নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম এই তথ্য জানান। অন্যদিকে সরকার আগামী ১০ মে থেকে সীমিত আকারে দোকানপাট ও শপিং মল সমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলা হয়, দেশ ও জনগণের স্বার্থে তথা মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের পরিসংখ্যান বিবেচনায় এনে নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত সকল দোকানসমূহ বন্ধ থাকবে। এদিকে সারা দেশের ন্যায় সিলেটে আগামী ১০ তারিখ থেকে শপিং মল ও দোকানপাট খোলা রাখার অনুমতি থাকলেও বিউটি পার্লার ও সেলুন বন্ধ থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ীদের অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব জানান, সেলুন ও বিউটি পার্লারে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। গ্রাহকদের সাথে সেবাপ্রদানকরী কর্মীদের শারিরীক সংস্পর্শও ঘটে। তাই করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি থেকে যায়। একারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সিলেটের সেলুন ও বিউটি পার্লার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।