মিজানুর রহমান মুন্নাঃ
সিলেটের ৬ নং ওয়ার্ডে সামাজিক সংগঠন অনিবার্ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে মধ্যবিত্তদের মাঝে ৫৫ টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।সংস্থাটির সদস্যবৃন্দ ও প্রবাসী তরুন ও যুবকদের আর্থিক সহায়তায় এই কাজ সম্পন্ন করা হয়।
সংগঠনের সভাপতি ও তরুন সমাজসেবক সাইদ আহমদ বলেন, কোভিড -১৯ মহামারি আসায় মধ্যবিত্ত দের আয় একে বারে বন্ধ হয়ে গেছে।তারা খুব কষ্টে দিন পাত পার করছে।এই অবস্থায় আমাদের এই সামান্য খাদ্য সমগ্রী তাদেরকে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। তিনি আরও বলেন আমাদের এই খাদ্য সামগ্রী একে বারেই সামান্য। সমাজের বিত্তবানরা যেন এই মহামারি তে অসহায়পাশে এসে দাঁড়ায় ।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন
সংস্থার সহ সভাপতি হানিফ খান, সহ সভাপতি ইফতেখার মোঃ সাদি,
সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্না
সাংগঠনিক সম্পাদক টিপু,
সদস্য ঃ পরান,জাহিদ,আক্কাস,রুবেল,
তুষার, সাইফুল, রুহিত,
খাদ্য সহায়তা কর্মসূচীতে চাল,,আলু,তেল, ও খেজুর বিতরণ করা হয়।
ক্লাবটির সদস্যরা খাদ্য সহায়তা কর্মসূচীতে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।