নিউজ ডেস্ক:-
ঈদ কেনাকাটার জন্য রাজধানীর কুড়িলে অবস্থিত যমুনা ফিউচার পার্কও খুলছে না। যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহম্মদ আলমগীর আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার (৬ মে) যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহম্মদ আলমগীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সর্বোচ্চ সুরক্ষা প্রস্তুতি সত্ত্বেও করোনা মহামারি সর্বোচ্চ পর্যায়ে যাওয়ায় হাজারও মানুষের সংক্রমণ ও মৃত্যুঝুঁকি এড়াতে যমুনা ফিউচার পার্ক আপাতত খুলছে না। বাঁচতে হলে সবাইকেই অবশ্যই বাসায় অবস্থান করতে হবে। না হলে মৃত্যুঝুঁকি বাড়বেই।’
বিজ্ঞপ্তিতে তিনি আরও লিখেছেন, ‘যমুনা গ্রুপের কাছে দেশ আগে, জীবন আগে, ব্যবসা পরে। তাই বন্ধ ব্যবসায় ১৫ কোটি টাকার ত্রাণ কার্যক্রমের পর এখন শপিং মল নিজেরাই বন্ধ রেখে আয়ের পথে তালা দিয়েছে দেশের মানুষের ভালোবাসার তাগিদেই।’
এতে আরও বলা হয়, যমুনা ফিউচার পার্কের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা, দোকানের মালিক-কর্মকর্তা-কর্মচারীরা সবাইকে আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যমুনা ফিউচার পার্কে না এসে সার্বক্ষণিক বাসায় পরিবারের সঙ্গে নিরাপদে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে।
এদিকে যমুনা গ্রুপের বিভিন্ন উইংয়ে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই নিজ নিজ মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি পেয়েছেন। তবে তারা কেউই নাম প্রকাশে আগ্রহী নন।
এর আগে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সও করোনাভাইরাস বিস্তার রোধে আগামী ঈদের কেনাকাটার জন্য না খোলার ঘোষণা দিয়েছে। বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম উপদেষ্টা মোহম্মদ আবু তৈয়ব বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জনগণের চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল আগামী ১০ মে থেকে চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনকে এই নির্দেশনা বাস্তবায়নের আদেশ জারি করা হয়। নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়