নিউজ ডেস্ক: ঢাকা ৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর ছেলে মশিউর রহমান মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। হাবিবুর রহমান মোল্লা প্রায় এক মাস ধরে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
গতকাল থেকে এই সংসদের মৃত্যুর খবর নিয়ে মিডিয়াপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিল। সামাজিক ও স্যাটেলাইট চ্যানেলগুলো তাঁর মৃত্যুর খবর প্রচারের পর পরিবার থেকে তা নিছক গুজব বলে উড়িয়ে দেন।
উল্লেখ্য, ২০১৮ এর ৩১ ডিসেম্বরের নির্বাচনে ঢাকা ৫ (ডেমরা-যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) আসনে নৌকা প্রতীক নিয়ে চতুর্থবারের মতো বিপুল ভোটে জয়ী হন মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা।