বালাগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় আজ থেকে রমজান মাস উপলক্ষে টি,সি,বির খোলা বাজারে পন্য বিক্রি শুরু হয়েছে। সপ্তাহের শুক্রবার ব্যতীত বালাগঞ্জের ৬টি বাজারে ৬দিন টি,সি,বির পন্য বিক্রি কার্যক্রম চলবে। টি,সি,বির পন্য বিক্রির উদ্ভোধনী অনুস্টানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি রজত চন্দ্র দাস ভুলন,বালাগঞ্জ বণিক সমিতির সভাপতি জুনেদ মিয়া, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ আমির আলী, রাজিব সরদার সহ বালাগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পণ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ লিটার সয়াবিন তেল,২ কেজি ছোলা,২কেজি চিনি,১কেজি মশুরডাল।