নিউজ ডেস্ক:জকিগঞ্জে আরো তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ৫ জনে দাড়িয়েছে । নতুন আক্রান্ত তিনজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বলে জানা যায়।
৪ মে সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত ল্যাবে মোট ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ জনের রিপোর্ট আসে পজেটিভ। পজেটিভ আসা ৫ জনের মধ্যে ৩ জনই জকিগঞ্জের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দল্লাহ আল মেহেদি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। এদের মধ্য হাসপাতালের নার্স হাসিনা খাতুন, শিউলি হাসনা ও হাসপাতালের প্রধান সহকারী তাজুল ইসলাম সুমন।
এর আগে একই হাসাপাতালের স্টোর কিপার এবং সর্বশেষ পৌর এলাকার এক তরুণ করোনা আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।