Voice of SYLHET | logo

১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে মার্চ, ২০২৩ ইং

বরিশাল চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু।

প্রকাশিত : July 30, 2019, 06:25

বরিশাল চিকিৎসাধীন অবস্থায়  দুই ডেঙ্গু রোগীর মৃত্যু।

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুলাই) গভীর রাতে তাদের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আসলাম খান (২৪)ও সোহেল (১৮)।

হাসপাতাল সূত্রে জানা যায়, আসলাম খান সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে ভর্তি হন এবং সোয়া ৩টার দিকে মারা যান। সোহেল সোমবার রাত ১টা ২০মিনিটের দিকে হাসপাতালে ভর্তি হয়ে ৩টা ৪০মিনিটের দিকে মারা যান। আসলামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে। সোহেলের বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোষণাতারা গ্রামে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, মৃত্যুবরনকারী দুজনই শেষ মহূর্তে বরিশাল মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তাই চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি। তাদের দু’জনই ঢাকায় ছিলেন। জ্বর হওয়ার পর তারা নিজ নিজ বাড়িতে এসে চিকিৎসা নিচ্ছিলেন।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১৫ জন পুরুষ ও ৯ জন নারী। এ পর্যন্ত ৬৩ জন বরিশাল মেডিক্যালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 1065 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।