Voice of SYLHET | logo

১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোলাপগঞ্জে চাচার হাতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, থানায় মামলা

প্রকাশিত : May 03, 2020, 23:59

গোলাপগঞ্জে চাচার হাতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, থানায় মামলা

গোলাপগঞ্জ প্রতিনিধি :-

সিলেটের গোলাপগঞ্জে প্রতিবেশী চাচার হাতে এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার কিশোরী (১৫) উপজেলার বুধবারীবাজার ইউপির চন্দরপুর (কালিয়াডহর) গ্রামের বাসিন্দা।
এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে একই গ্রামের (পার্শ্ববর্তী ঘর) আব্দুল হাফিজের ছেলে মনসুর আহমদ (২৫) কে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-০২/০৩.০৫.২০২০) দায়ের করেন। অভিযুক্ত মনসুর আহমদ ভিকটিমের প্রতিবেশী চাচা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৮এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী বসতঘরের দ্বিতীয় তলায় যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মনসুর সিঁড়ির মেঝেতে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে প্রতিবন্ধি ঐ কিশোরী কান্না করতে করতে ঘরে ঢুকলে মা কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে ঘটনার বর্র্ণনা দেয়।
তাৎক্ষনিক ভিকটিমের মা অভিযুক্তের পরিবারের লোকজনের কাছে ঘটনার কথা জানালে তারা এ বিষয়ে কর্ণপাত করেন নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে ওই কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়।
বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীর মা ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি জানান ৩বছর আগেও ঐ কিশোরীর সাথে এরকম ঘটনা ঘটে। প্রতিবেশী আব্দুল আহাদ এর ছেলে তারেক আহমদ (১৯) তখন জোরপূর্বক ধর্ষণ করে। তখন কিশোরীর পিতা প্রবাসী থাকায় কাউকে না জানিয়ে স্থানীয় পঞ্চায়েত ধামাচাপা দিয়ে বিষয়টি সমাধান করেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 259 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।