হবিগঞ্জ প্রতিনিধি :-
ফেনী থেকে ৪৪ জন শ্রমিক নিয়ে হবিগঞ্জের মাধবপুরে প্রবেশের সময় একটি বাস আটক করে পুলিশ। শনিবার (২ মে) ভোর রাতে মাধবপুর পুলিশ চেকপোস্টে এলাকায় এ বাসটি আটক করা হয়।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে সকাল ১০টার দিকে হবিগঞ্জে ঢুকতে না দিয়ে বাসটি ভৈরব হয়ে কিশোরগঞ্জে পাঠানো হয়। মাধবপুর থানা পুলিশ ইটভাটা শ্রমিক বহনকারী বাসটি ভৈরব টোল প্লাজা পর্যন্ত পৌঁছে দেয়।
মাধবপুর ট্রাফিক জোনের পরিদর্শক ফারুক আল মামুন ভুইঞা জানান, করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকে পুলিশ সুপারের নির্দেশে সিলেটের প্রবেশদ্বার ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে একটি চেক পোষ্ট বসানো হয়েছে। সার্বক্ষণিক একজন উপ পরিদর্শকের নেতৃত্ব একদল পুলিশ চেকপোস্টে অবস্থান করেন। সিনিয়র কর্মকর্তারা এটা মনিটরিং করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, শত মাইল পাড়ি দিয়ে ভোর রাতে ৪৪ জন শ্রমিক নিয়ে বাসটি মাধবপুর পুলিশের চেকপোস্ট অতিক্রমকালে পুলিশ আটক করে। পরে তাদের ফেরত পাঠানো হয়।
তিনি আরও বলেন, সম্প্রতি ট্রাক ও পিকআপে করে অভিনব পন্থায় মানুষের বহন ঠেকাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে একটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ফলে এই টাওয়ার থেকে পণ্যবাহী ট্রাকে কোন মানুষ আছে কি না সহজেই দেখা যায়। করোনা হটস্পট এলাকা থেকে ট্রাকে লুকিয়ে আসা মানুষের আগমন রোধে এ উদ্যোগ মাইলফলক ওয়াচ টাওয়ারে সার্বক্ষণিক পুলিশ নিয়োজিত থাকে।