Voice of SYLHET | logo

৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

তামাবিল হয়ে দেশে ফেরা ৮ বাংলাদেশি আইসোলেশন সেন্টারে

প্রকাশিত : May 02, 2020, 22:57

তামাবিল হয়ে দেশে ফেরা ৮ বাংলাদেশি আইসোলেশন সেন্টারে

নিজস্ব প্রতিবেদক:-

মহামারী করোনাভাইরাস সংক্রমনের কারণে ভারতে থেকে তামাবিল হয়ে বাংলাদেশে ফেরা এক নারীসহ ৮ বাংলাদেশিকে আইসোলেশনে রাখা হয়েছে। দেশে ফেরা ওই ৮ বাংলাদেশিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব।
জানা যায়, ভারতের মেঘালয় ও আসামে অবরুদ্ধ হয়ে পড়া বাংলাদেশি ৮ জন নাগরিক আজ শনিবার (২ মে) দুপুরে সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে দেশে প্রবেশ করেন। পরে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সেখান থেকে তাদেরকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসোলেশন ওয়ার্ডে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, পড়ালেখা, চিকিৎসা ও ভ্রমণসহ বিভিন্ন প্রয়োজনে ভিসা নিয়ে পৃথক সময়ে ভারতের মেঘালয় ও আসামে যান বাংলাদেশের ৮ নাগরিক। সেখানে গিয়ে করোনা প্রাদুর্ভাবের কারণে তারা সবাই শিলং ও গৌহাটিতে অবরুদ্ধ হয়ে পড়েন। অবরুদ্ধ হয়ে পড়ার কারণে তাদের থাকা খাওয়া ও অর্থনৈতিকসহ নানা সংকট দেখা দেয়। ফলে অবরুদ্ধ অবস্থায় থাকা ওই ৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসার জন্য সরকারের কাছে লিখিতভাবে আবেদন করেন।
এরই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে গৌহাটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত আনার উদ্যোগ নেয়। অবশেষে সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আটকে পড়া ৮ বাংলাদেশি নাগরিক গৌহাটি থেকে শিলং হয়ে আজ দুপুরে তামাবিল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর, তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মওদুদ আহমেদ রুমি, তামাবিল বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদীন, গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডা. উজ্জ্বল পাল প্রমুুখ।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 210 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।