হবিগঞ্জ প্রতিনিধি :-
হবিগঞ্জের মাধবপুরে রড বোঝাই পিকআপ উল্টে প্রাণ গেল ২ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (২ মে) ১১ টার দিকে মাধবপুর-মনতলা আঞ্চলিক সড়কের আলাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার রায়ের পাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে হবিবুর রহমান (৩৫) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খাঁনপুর সফিউল্লাহর ছেলে দিদারুল ইসলাম (৩২)।
মাধবপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, রড বোঝাই একটি পিকআপ মাধবপুর উপজেলার মনতলা থেকে বানিয়াচং যাচ্ছিল। এ সময় ড্রাইভার ও হেলপার ছাড়াও ট্রাকে ৪ জন লোক ছিলেন। পথিমধ্যে আলাপুর এলাকায় পৌঁছলে ট্রাকটি রাস্তার একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে গাড়ীতে থাকা ৪ শ্রমিক রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক