সিলেট নগরীতে বেনহাম ফার্মাসিউটিক্যালসের এক কর্মকর্তা অভিনব কায়দায় ডাকাতির শিকার হয়েছেন।
সোমবার বিকেল ৬ টার দিকে জাকারিয়া সিটি থেকে কোম্পানির মিটিং শেষে অফিসে ফেরার পথে নগরে অফিসের সামনেই এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, মিটিং শেষে ফেরার পথে ডাকাতির শিকার বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিলেট অঞ্চলের ডেপুট অফিসার আবুল কালাম আজাদ।
ভূক্তভোগী সূত্রে জানা গেছে, ডাকাতদল নগরে অফিসের সামনে এসে গালিগালাজ করে বলতে থাকে যে অফিসের গাড়ি নগরীর টিলাগড়ে তাদের অফিসের সিএনজি অটোরিকশাকে গাড়িচাপা দিয়ে পালিয়ে এসেছে। এমতাবস্থায় অফিসের গাড়ি সহ তাদের সাথে যেতে হবে ।
পরে ডাকাতদল বেনহাম ফার্মাসিউটিক্যালসের ডেপুট অফিসার আবুল কালাম আজাদকে টেনে লাক্কাতুরা চা বাগানে নিয়ে অস্ত্র ঠেকিয়ে অফিসের নগদ প্রায় তিনলক্ষ টাকা, মোবাইল ফোন ও মানি ব্যাগ ও অফিসের গাড়ির চাবি নিয়ে তাকে ফেলে যায়।
এ ঘটনায় আবুল কালাম আজাদ মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে বলে জানা যায়।