দক্ষিণ সুরমা প্রতিনিধি :-
রাতের আঁধারে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ভোলাগঞ্জ থেকে যাত্রীভর্তি একটি ট্রাক সিলেট নগরীতে প্রবেশ করে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ট্রাকটি দক্ষিণ সুরমার তেতলী বাইপাস এলাকায় ঢুকলে পুলিশ ট্রাকটি প্রথমে আটক করে। পরে ট্রাকযোগে আগত যাত্রীসহ ট্রাকটি ভোলাগঞ্জ ফিরত পাঠায়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, বেশ কয়েকজন যাত্রী নিয়ে সুনামগঞ্জ বাইপাস দিয়ে আসা একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হতে চেয়েছিল। পুলিশের দায়িত্বরত দল ট্রাকটিকে আটকিয়ে যাত্রী বহন না করার নির্দেশনা দিয়ে উল্টোপথে ফেরত পাঠিয়ে দেয়