Voice of SYLHET | logo

১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১লা অক্টোবর, ২০২৩ ইং

প্রজন্ম প্রত্যাশা ও কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র যৌথ অর্থ সহায়তা প্রদান

প্রকাশিত : May 02, 2020, 03:00

প্রজন্ম প্রত্যাশা ও কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র যৌথ অর্থ সহায়তা প্রদান

কানাইঘাট প্রতিনিধি :-

করোনায় এক ধরনের কর্মহীন হয়ে পড়ায় মানবেতর জীবনযাপন করছেন অসহায়, দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষেরা। এর প্রভাব পড়েছে মধ্যবিত্তদের মাঝেও। তবে সবচেয়ে বেশি বিপাকে আছেন দৈনিক উপার্জনের ওপর নির্ভর করা মানুষ।
এমন সব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ‘প্রজন্ম প্রত্যাশা’। সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের ১৮১ পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। দুই ধাপে সংগঠনের উদ্যোগে এসব পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ইউনিয়নের মালীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসব সুবিধাভোগী মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেন প্রজন্ম নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ বলছেন, ‘সুশীল সমাজ গড়ার প্রতিশ্রুতিতে আমরা’-এই স্লোগানে ২০১২ সালে চতুলের একঝাঁক তরুণের উদ্যোগে এই সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়। এরপর থেকেই এলাকার সমাজের উন্নয়ন, শিক্ষাবিস্তার, বৃক্ষরোপণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তাসহ বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ডছাড়াও দাতব্য কাজ পরিচালনা করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় করোনায় কর্মহীন অসহায়দের মাঝে অর্থ সহায়তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়।’

সংগঠনের সভাপতি প্রকৌশলী হারুনুর রশীদ বলেন, দেশে-বিদেশে থাকা প্রজন্মের সদস্য ও শুভাকাঙ্খিদের অর্থায়নে ‘রামাদ্বান ফুড প্যাক এন্ড কোভিট-১৯ হেল্প প্রজেক্ট ২০২০’ বাস্তবায়ন করা হয়েছে। এ প্রজেক্টের আওতায় বড়চতুল ইউনিয়নের ১৮১ পরিবারের মাঝে নগদ ২ লাখ ১০ হাজার টাকা এবং প্রজন্মের নিজস্ব অর্থায়নে জৈন্তাপুরের চারিকাটা ও দরবস্ত ইউনিয়নে আরও ২৮ টি পরিবারের মাঝে নগদ ২৮ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।’
তিনি বলেন, ‘প্রজন্মের এ প্রজেক্টে যুক্তরাজ্যে কানাইঘাটবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন কানাইঘাট ওয়েলফেলার এসোসিয়েশন ইউকে’র ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে। বাকি ১ লাখ ১০ হাজার টাকা প্রজন্মের প্রবাসে থাকা এবং দেশে থাকা সদস্যরাই প্রদান করেছেন।’
তিনি কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি শামসুজ্জামান বাহার এবং সাধারণ সম্পাদক রশীদ আহমেদকে এই প্রজেক্টে সহযোগিতা প্রদান করে অসহায়দের পাশে থাকার জন্য প্রজন্মের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানিয়েছেন। তিনি এও বলেছেন, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’ এর আগেও প্রজন্ম প্রত্যাশার মাধ্যমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জাকারিয়া, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রজন্ম প্রত্যাশার সাধারণ সম্পাদক আমিন উদ্দিন, স্থায়ী পরিষদ সদস্য আলা উদ্দিন, এখলাছুর রহমান, আল নোমান খসরু, সদস্য মাহমুদুর রহমান তারেক, আব্দুল্লাহ আল নোমান, ইমরাউল কয়েস, সুবায়েল আহমদ, জুনায়েদুর রহমান, ইকবাল হোসাইন, বাবুল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 261 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।