Voice of SYLHET | logo

১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ওয়ার্ডবাসীর দরজায় পিন্টু

প্রকাশিত : May 01, 2020, 23:06

প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ওয়ার্ডবাসীর দরজায় পিন্টু

দক্ষিন সুরমা প্রতিনিধিঃ মহামারি করোনাভাইরাসের কারণে মানুষ এখন চরম বিপদে। বিশেষ করে শ্রমজীবী ও দরিদ্র মানুষেরা পড়েছেন অথৈ সমুদ্রে।

এই সংকটময় সময়ে নগরীর ২৫নং ওয়ার্ডের অসহায়, দরিদ্র মানুষের দুয়ারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হচ্ছেন সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু সিটি কর্পোরেশন থেকে প্রেরনকৃত ত্রান নিজে উপস্থিত থেকে তদারকি করে বিভিন্ন এলাকায় বন্টন করছেন।

এ ব্যাপারে ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু সাথে যোগাযোগ করলে তিনি জানান, একজন জনপ্রতিনিধি হিসেবেই নয়, এখন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো উচিত। সেই তাগিদ থেকেই অসহায় মানুষের জন্য কিছু সাহায্য করার চেষ্টা চালাচ্ছি। আমার পক্ষে সবাইকে একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না ইনশাআল্লাহ ধাপে ধাপে প্রতিটি পরিবারের কাছে সরকার থেকে পাওয়া  ত্রান নিয়ে আমি হাজির হব।বিশেষ করে এই পরিস্থিতে সবার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না তাই আমি প্রতিটি এলাকার সমাজিক সংগঠনের  সাথে সমন্বয় করে সরকার কর্তৃক প্রদত্ত উপহারের সুষম বন্টন করছি ।

এ ব্যাপারে কায়েস্থরাইল সমাজ কল্যান সমিতির সভাপতি জহির হোসেন রাসেল সাথে যোগাযোগ করলে তিনি বলেন  ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু ভাই যখনই আমাদের কাছে সরকার কর্তৃক প্রেরনকৃত ত্রান আমাদের এলাকায় দেন তখন আমরা আমাদের ক্লাবের সদস্যদের নিয়ে প্রত্যেকের ঘরে পৌছে দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 935 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।