সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে বকুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামের সত্তার মিয়ার ছেলে।

শুক্রবার (১ মে) বিকেল ৫ টায় দিয়ে নাচনী গ্রামের সাবেক মেম্বার রিয়াজ মিয়া ও আব্দুল জলিল গ্রুপের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

এদিকে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

দিরাই থানার ওসি কেম এম নজরুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ মেম্বারসহ চারজনকে আটক করা হয়েছে। আর নিহত যুবকের মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।