Voice of SYLHET | logo

৪ঠা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

হবিগঞ্জে করোনায় আক্রান্ত আরও ১২ জন

প্রকাশিত : May 01, 2020, 20:11

হবিগঞ্জে করোনায় আক্রান্ত আরও ১২ জন

হবিগঞ্জ প্রতিনিধি :-

হবিগঞ্জে নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৬ জনে।
এরমধ্যে চুনারুঘাটের উপজেলার চণ্ডিছড়া চা বাগানের এক শিশু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে এখন পর্যন্ত জেলার কোন রোগী সুস্থ হয়নি।
শুক্রবার (১ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) থেকে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি বলেন, সনাক্ত হওয়াদের মধ্যে বানিয়াচং ১ জন, বাহুবল ১ জন, চুনারুঘাট ১ জন, মাধবপুর ৩ জন, নবীগঞ্জ ৫ জন ও সদরে ১ জন। এসব রোগীদের মধ্যে পুরুষ ১০ জন, নারী ২ জন। বয়স ১৪ থেকে ৫১ এর মধ্যে। এ নিয়ে জেলায় মোট সনাক্ত ৬৬ জন আর মারা গেছেন একজন।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসা এক ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ আসে। তিনিই হবিগঞ্জের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন। এরপর ২০ এপ্রিল এক চিকিৎসক ও এক নার্সসহ ১০ জন, ২১ এপ্রিল একজন নার্সসহ দুইজন, ২২ এপ্রিল পাঁচজন, ২৩ এপ্রিল স্বাস্থ্যকর্মীসহ তিনজন, ২৪ এপ্রিল চিকিৎসকসহ পাঁচজন এবং ২৫ এপ্রিল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও তিন ম্যাজিস্ট্রেটসহ আরও ২২ জনের করোনা পজিটিভ, ২৬ এপ্রিল আরও একজন, ২৮ এপ্রিল আরও চারজন, ৩০ এপ্রিল আরও দুইজন আর আজ ১ এপ্রিল আরও ১২ জনের করোনা পজিটিভ আসে। সব মিলিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ জন। এরমধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 288 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।