Voice of SYLHET | logo

১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১লা অক্টোবর, ২০২৩ ইং

নগরীতে ত্রাণের জন্য বিক্ষোভ

প্রকাশিত : May 01, 2020, 20:05

নগরীতে ত্রাণের জন্য বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:-

সিলেট নগরীর সোনারপাড়ায় ত্রাণের জন্য কাউন্সিলর আবদুর রকিব তুহিনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১ মে) বিকেল আড়াইটা থেকে এ বিক্ষোভ শুরু হয়। পরে বিকেল সাড়ে তিনটার দিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে তারা শান্ত হয়ে বিক্ষোভ সমাপ্ত করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া হলেও কাউন্সিলর তুহিন তার ইচ্ছেমতো তা বিতরণ করছেন। ওয়ার্ডের অন্যান্য জায়গায় ত্রাণ দেওয়া হলেও সোনারপাড়া এলাকায় অসহায়দের ত্রাণের চাল দেওয়া হচ্ছে না। বিক্ষোভের খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে সোনারপাড়ায় যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বিক্ষোভকারীদের অভিযোগ শুনে, রোববার সোনারপাড়া এলাকায় সরকারি সহায়তার চাল বিতরণের আশ্বাস দেন। মেয়রের আশ্বাস পেয়ে বিক্ষোভকারী সড়ক থেকে সরে যান।
তবে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবদুর রকিব তুহিন জানান, ইতোমধ্যে সিটি কর্পোরেশনের ‘খাদ্য ফান্ড’ থেকে প্রাপ্ত ত্রাণ দুই হাজার ৭শ’ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে সরকার থেকে খাদ্য সহায়তা বাবত যে চাল আসছে তা বন্টন করা হচ্ছে। তার ওয়ার্ডে চালের চাহিদা ৩০ টন হলেও এখন পর্যন্ত তিনি পেয়েছেন ৮ টন। সব এলাকায় এক সাথে দেওয়া সম্ভব না হওয়ায় একেক মহল্লা করে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সোনারপাড়ায়ও ঘরে ঘরে ত্রাণের চাল পৌঁছে দেওয়া হবে। কিন্তু এলাকার কিছু লোক দরিদ্র লোকজনকে উস্কে দিচ্ছেন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, কর্পোরেশন থেকে কাউন্সিলররা চাল পাওয়ার পর তা ও জন দিয়ে প্যাকেট করে বিতরণ করতে হয়। ফেলে এই চাল বিতরণ করতে কিছুটা সময় লাগে। তাই এক সাথে পুরো ওয়ার্ডে চাল বিতরণ সম্ভব নয়। বিক্ষোভকারীদের সেটা বুঝিয়ে রোববার চাল দেওয়ার আশ্বাস দেওয়ায় তারা শান্ত হয়ে ফিরে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 226 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।