নিউজ ডেস্ক:-
মহামারি করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আটকা পড়েছে অনেক ব্রিটিশ নাগরিক। তাদের ফিরিয়ে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটি। তারই ধারাবাহিকতায় তৃতীয় দফায় আরও ১৪৪ জন ব্রিটিশ নাগরিক সিলেট ছাড়লেন।
আজ শুক্রবার (১ মে) সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের ১৪৪ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।’ আজকের পর যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে আরও কয়েকটি ফ্লাইট সিলেট-ঢাকা-লন্ডন ছেড়ে যাবে বলেও তিনি জানান।