Voice of SYLHET | logo

১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

করোনা পরীক্ষার অনুমতি পেল আরও ৩ ল্যাব

প্রকাশিত : May 01, 2020, 19:47

করোনা পরীক্ষার অনুমতি পেল আরও ৩ ল্যাব

নিউজ ডেস্ক:-

দেশে আরও  দুটি হাসপাতালসহ তিনটি প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে নতুন করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এগুলো হলো- কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন-নিপসম।
এই তিনটিসহ মোট ৩১টি প্রতিষ্ঠানের গবেষণাগারে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে তিনি বলেন, ঢাকায় ১৫টি এবং ঢাকার বাইরে ১৬টি প্রতিষ্ঠানে এই পরীক্ষা হচ্ছে। গবেষণাগার বাড়তে থাকায় নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ছে। আমাদের লক্ষ্য আরও বেশি পরিমাণ নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা।
নতুনগুলোসহ সব গবেষণাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে বলে তিনি জানান।
দেশে এখন পর্যন্ত ৮ হাজার ২৩৮ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৭০ জন। সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ পরিমাণ পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
রোগটি শনাক্ত করে আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে এ রোগের সংক্রমণ ঠেকানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরাও। দেশে সংক্রমণ শুরু হওয়ার পর প্রথম দিকে শুধু আইইডিসিআরে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সংক্রমণের ব্যাপকতা বাড়তে থাকায় দেশের বিভিন্ন গবেষণাগারে পরীক্ষা শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষা বাড়ার পর থেকে আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 281 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।