সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জে শতাধিক কর্মহীন পারিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে অর্থ বিতরণ গ্রেটার সিলেট ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন ইউকে’র জেলা শাখা। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের হাছননগরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ অর্থবিতরণ করা হয়।
অর্থবিতরণকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট অবুল হোসেন,সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান লেখক ও প্রবীন আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, কো-চেয়ারম্যান লতিফুর রহামান রাজ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বজলু, জেলা যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, সাংবাদিক খলিল রহমান, দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, এ আর জুয়েল প্রমুখ।