: একেই বোধহয় বলে ‘মরার উপর খাড়ার ঘা’। অপ্রতিরোধ্য করোনাভাইরাসের কারণে সিলেটসহ পুরো দেশ বিপর্যস্ত। মানুষ ঘরবন্দি। অনেকের ঘরেই খাদ্যসংকট। প্রায় থেমে গেছে সিলেটবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। এরই মাঝে সিলেটের নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের প্রত্যেক শাখার ছাত্র-ছাত্রীদের বেতন প্রদানের জন্য অভিভাবকদের উদ্দেশ্যে মেসেজ পাঠিয়েছে কর্তৃ
এতে অভিভাবকরা যারপরনাই বিস্মিত হয়েছেন। স্কলার্সহোমের এমন কাণ্ড অমানবিক বলে মন্তব্য করছেন তারা।
জানা গেছে, সিলেটে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম’র ৬টি শাখা থেকেই প্রতি শিক্ষার্থীর অভিভাবককে উদ্দেশ্য করে স্কলার্সহোম’র হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার গ্রুপে দেয়া হয়েছে একটি ম্যাসেজ। ম্যাসেজে বকেয়া বেতনসহ চলতি মাসের বেতন পরিশোধ করার জন্য স্কলার্সহোমের ৬ টি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই নোটিশ প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বেতনের প্রদানের তাগিদ দিয়ে এই মেসেজ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অভিভাববকরা।
অভিভাবকদের উদ্দেশ্যে দেয়া ম্যাসেজে বলা হয়-
‘সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হাফিজ মজুমদার ট্রাস্ট, সিলেট এর নির্দেশ অনুযায়ী আগামী ২রা মে, ২০২০ খ্রিঃ রোজ শনিবার হতে ক্যাম্পাসের অফিস শাখা ( শুক্রবার ব্যাতিত ) সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। এই সময় শিক্ষার্থী বকেয়া ও চলতি মাসে বেতন ( অন্যান্য বকেয়া যদি থাকে) তা ১০ই মে, ২০২০ খ্রিঃ তারিখের মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।
এছাড়া যারা ওয়ান ব্যাংকের ইসলাম পুর শাখায় বেতন পরিশোধ করতে আগ্রহী আপনারা প্রতি (মঙ্গলবার) সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকার মধ্যে বেতন ও বকেয়া পরিশোধ করতে অনুরোধ করা হলো।
আদেশক্রমে
অধ্যক্ষ
স্কলার্সহোম মেজরটিলা কলেজ।’
এ বিষয়ে জানতে হাফিজ মজুমদার ট্রাস্টের সমন্বয়কারী মুক্তাদির চৌধুরী এবং কর্মকর্তা মো. ইয়াহইয়ার মোবাইল ফোনে কল দিলে তারা দু\’জনেই কেটে দেন, কল রিসিভ করেননি।
এদিকে, বিষয়টিকে চরম অমানবিক মন্তব্য করে অনেকেই বলছেন- দেশের এই ক্রান্তিলগ্নে একজন এমপির অর্থায়নে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান যদি এমন করে তবে অন্যান্য স্কুল কী করবে?
উল্লেখ্য, স্কলার্স হোম সিলেটের নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সিলেটে স্কলার্সহোমের ৬টি শাখা রয়েছে। এর মধ্যে দক্ষিণ সুরমায় ১টি এবং উত্তর সুরমায় ৫ টি। তিনটি হচ্ছে স্কুল এন্ড কলেজ এবং বাকি তিনটি প্রাইমারি লেভেলের। প্রতিষ্ঠানটির পরিচালনা ও অর্থায়নে রযেছে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার।
সৌজন্যঃসিলেটভিউ২৪ডটকম /