নবীগঞ্জ উপজেলার ১২ নং ইউপির ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ ফজর আলীর সন্তান যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্য আওয়ামী শ্রমীক লীগের সহসভাপতি তরুন সমাজসেব জনাব শাহ শহীদ আলীর
উদ্দোগ্যে ১২ নং ইউপির ৯ টি ওয়ার্ডের ১৮ টি গ্রাম ও ২ টি বাজারে ৪০০ টি অস্বচ্ছল পরিবারের মাঝে সমানভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তিনি বলেন মহামারি করোনার ভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষ আজ অসাহায় হয়ে পড়েছে,তাই তাদের কে সহযোগিতা করতে আমাদের কে এগিয়ে আসতে হবে,এবং তিনি বলেন অত্র ইউনিয়নে আরো প্রভাবশালী ব্যক্তিরা এগিয়ে আসা প্রয়োজন, তাহলে এলাকার নিম্ন ও মধ্যভিত্ত মানুষের একটু হলে সহযোগিতা হবে।উনার এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি বলেন।