কানাইঘাট প্রতিনিধি :-
সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এবাদ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছত্রপুর গ্রামের ছয়ফুল্লার ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে তারাবীর নামাজের পর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কামাল আহমদ ও নিহত এবাদ উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে মসজিদের বাইরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল আহমদের পক্ষের কিছু লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এবাদের বাড়িতে হামলা চালায়। এতে এবাদ ও তার ভাই মইন উদ্দিনসহ আরও একাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহত এবাদ উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এবাদ হত্যার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চলছে।
সংঘর্ষ ও এবাদ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার উপারিদর্শক স্বপন চন্দ্র সরকার