নিজস্ব প্রতিবেদক:-
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ‘করোনা আইসোলেশন ইউনিটে’ বর্তমানে ২৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১১ জন করোনা আক্রান্ত ও ১৬ জন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২ টা পর্যন্ত নতুন কোনো রোগী ভর্তি হননি।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সবার অবস্থাই ভালো