Voice of SYLHET | logo

১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোলাপগঞ্জে ইয়াবাসহ বাবা-ছেলে আটক

প্রকাশিত : April 29, 2020, 22:44

গোলাপগঞ্জে ইয়াবাসহ বাবা-ছেলে আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি :-

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার সরস্বতী নিজগঞ্জ গ্রাম থেকে ১২০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করেছে গোলাপগঞ্জ থানার পুলিশ।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকালে সরস্বতি নিজগঞ্জ গ্রামের মস্তকিন আলীর পুত্র মলিক মিয়া (৬০) ও তার ছেলে লিমন আহমদকে (২৪) আটক করা হয়। বাবা ও ছেলে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ইয়াবা বিক্রির জের ধরে বাবার সঙ্গে ছেলের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি দেখে স্থানীয় এলাকাবাসী জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে তাদেরক আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে সেখানে গিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানাসহ আশপাশের থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 217 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।