কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে বাজার মনিটরিং করার কারণে বাড়ছেনা নিত্যপণ্যের দাম। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ ২৯শে এপ্রিল, বুধবার উপজেলার রাজনগরের নতুনবাজার, ভোলাগঞ্জ বাজার ও থানা বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং এক মোটর সাইকেলে ৩জন নিয়ে বের হওয়ায় দুই ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখতে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে’। মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।