ভয়েসঅবসিলেট ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের মাথুরা শহর থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আট শিশুসহ ১৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের স্থানীয় পুলিশ। শনিবার, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় মথুরার আকবরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে চারজন নারী ও পাচঁজন পুরুষ ছাড়াও আট শিশু রয়েছে। বৈধ কাগজপত্র ও ভিসা দেখাতে না পারায় তাদেরকে আটক করে স্থানীয় আদালতে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা চাকরির খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলো। সেখান থেকে মথুরার আকবরপুর গ্রামের একটি বস্তিতে আশ্রয় নেয় তারা।