শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিরাই-শাল্লার পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় শাল্লা উপজেলা সদর সহ বিভিন্ন গ্রামে- কৃষক-ক্ষেতমজুর, শিক্ষক, সাংবাদিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাক্স ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা চলমান আছে।
দিরাই সরকরি কলেজের সাবেক ভিপি- সিপিবি নেতা কমরেড নিরঞ্জন দাস খোকন ২৯ এপ্রিল বুধবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বলেন প্রাণঘাতী করুনা ভাইরাসের শুরু থেকে কমিউনিস্ট পার্টির এ কার্যক্রম দিরাই-শাল্লা উপজেলায় অব্যাহত রয়েছে।
তিনি কৃষকের উৎপাদিত ফসলের ৫০%ধান সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে কেনার আহ্বান করে ত্রান বিতরণে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে গরিব অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার দাবি জানান।
সেই সাথে তিনি আরো বলেন ধান কাটা ব্রিগেড গঠন করে তাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন এলাকায় ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নের কমরেডদের মাধ্যমে গরিব কৃষকের ধান কেটে দিয়ে সহায়তা করে আসছেন।
এসময় কমিউনিস্ট পার্টি শাল্লা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন