ইসমাইল হোসাইন,(সুনামগঞ্জ প্রতিনিধি) :-
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একই পরিবারের ২জন করোনায় আক্রান্ত। আক্রান্তরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার
পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের মৃত সুরুজ উল্লার ছেলে আসিক মিয়া,ও একই পরিবারের নুর মিয়ার ছেলে শাহরিয়ার হোসেন। জানা যায়,পূর্বে করোনায় আক্রান্ত মহিলা,হাফিজা আক্তারের বাবা ও ভাই।জানাযায়, করোনা আক্রান্ত হাফিজাকে আইসোলেশনে নেয়ার পর তার পরিবারের ১০ সদস্যের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। এতে জাফিজা আক্তারের বাবাও ভাইয়ের করোনা পজেটিভ রিপোর্ট আসে।আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা আক্রান্তের বাড়ি গিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ব্যক্তিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে পাঠায়। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন, করোনা আক্রান্ত সেই মহিলার বাবা ও ভাইয়ের করোনা পজেটিভ এসেছে। এনিয়ে দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান ৪ জন। আমরা নতুন আক্রান্তদের আইসোলেশনে পাঠিয়েছি।