নিজস্ব প্রতিবেদক:-
করোনা পরিস্থিতিতে এবারে রমজানে সিলেটসহ সারা দেশের ফুটপাতে কোনো ধরনের ইফতার তৈরি ও বিক্রি যেন না হয়- সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গত ২২ এপ্রিল বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সে সিলেটসহ সকল রেঞ্জ, মেট্রোপলিটন, বিশেষায়িত ইউনিট ও জেলা পুলিশের কর্মকর্তাদেরকে তিনি এ নির্দেশনা প্রদান করেন। এসময় বিষয়টির উপর কড়া নজরদারি রাখতে সিলেটসহ সকল স্থানের পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশনা দিয়েছিলেন আইজিপি।
কিন্তু সিলেটের অনেক জায়গায় মানা হচ্ছে না সেই নির্দেশ। গত হওয়া ৩ রোজাসহ আজ (মঙ্গলবার) বিকেলেও নগরীরর বিভিন্ন স্থানে ফুটপাতে ইফতারসামগ্রী তৈরি ও বিক্রি হতে দেখা গেছে। এসময় ক্রেতাদেরকে শারীরিক দুরত্ব বজায় না রেখে ভিড় এবং ঠেলাঠেলি করে ইফতারসামগ্রী কিনতে দেখা গেছে। এতে সিলেটে করোনাভাইরাস আরো বেশি ছড়ানোর আশঙ্কা করছেন সচেতন মহল।
জানা গেছে, সিলেটের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা এসব প্রাণকেন্দ্রে ফুটপাতে ইফতার তৈরি ও বিক্রি না হলেও বিভিন্ন অলি-গলিতে এমনটি হচ্ছে। এছাড়াও মদিনামার্কেট, আখালিয়া এলাকায় ফুটপাত ও ভাম্যমাণ দোকানে ইফতার তৈরি ও বিক্রি বেশি হচ্ছে বলে জানা গেছে। এতে চরম ঝুঁকি রয়েছে বলে স্বাস্থ্যবিশেষজ্ঞদের বক্তব্য।
উল্লেখ্য, প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবারের রমজানে ফুটপাতে সব ধরনের ইফতার তৈরি ও বিক্রি বন্ধের নির্দেশনা জারি করেছে পুলিশপ্রশাসন।
এ বিষয়ে আইজিপি বলেন, ‘এবার আসন্ন পবিত্র রমজান একটি ভিন্ন পরিস্থিতিতে পালিত হবে। বর্তমান পরিস্থিতিতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা সীমিত রয়েছে। রমজানে ধর্মাচার বিষয়ে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।’
বেনজির আহমেদ আরও বলেন ‘কোনো ব্যক্তি বা সংগঠন অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ অথবা ইফতার বিতরণের নামে জনসমাগম যেন না করেন সেটি নিশ্চিত করতে হবে। তবে ত্রাণ বিতরণে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। এসব ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। রমজানে যেন কোনোভাবেই ফুটপাতে ইফতার তৈরি ও বিক্রি না হয় সে বিষয়ে তৎপর থাকতে হবে।’
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, নগরীরর মূল জায়গাগুলোতে এমনটি হচ্ছে না। অলি-গলিতে যদি হয়েই থাকে তবে এ বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নিবো এবং মেট্রোপলিটন এলাকার সকল থানার ওসিকে বলে দেবো যাতে এ বিষয়ে কড়া নজর রাখেন