আজ ২৮ শে এপ্রিল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার উদ্যোগে বালাগঞ্জ উপজেলায় করোনা প্রাদূর্ভাবে কর্মহীন, হতদরিদ্র, দিনমজুরদের মধ্যে উপজেলার ২০২ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খেলাফত মজলিসের শাখা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ এর সভাপতিত্বে ও শাখার সহ-সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন নোমানের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস্ চেয়ারম্যান, সংগঠনের জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আলী আছগর। বিশেষ অতিথি ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিক, প্রশিক্ষণ সম্পাদক কবি মীম হুসাইন, সহ-অফিস সম্পাদক আব্দুল মুহিত, নির্বাহী সদস্য বিলাল আহমদ তালুকদার প্রমুখ।