নিজস্ব প্রতিবেদক:-
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে বর্তমানে ২৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১৩ জন কভিড-১৯ আক্রান্ত। বাকি ১২ জন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবশেষ আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মৌলভীবাজার থেকে এক করোনা আক্রান্ত রোগী ও শহরতলীর শাহপরাণ থেকে করোনার উপসর্গ নিয়ে এক নারী ভর্তি হয়েছেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
করেনা আক্রান্ত দুএক জনের শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলেও বাকিরা ভালো আছেন জানিয়ে সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’