কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ- বিশ্বব্যাপী মহামারী নভেল করোনার কারণে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পাকা ধান কেটে পিছিয়ে পড়া কৃষকদের সাহায্য করেছেন বর্ণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
আজ ২৮শে এপ্রিল, মঙ্গলবার সকালে বর্ণি গ্রামের কৃষকদের সহায়তা করেন তারা। বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের নেতৃত্বে দপ্তরি সিরাজুল ইসলাম ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্তমানে চলছে রহমতের মাস রমজান। আর এই রমজানের রোজা রেখেই শিক্ষকদের পাশাপাশি স্কুলের ছাত্র রাও ধান কাটতে আগ্রহী হয়। যা এক অনন্য নিদর্শন।
এনিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান বলেন, ‘আমি অশেষ ধন্যবাদ জানাই আমার স্নেহাশিস শিক্ষার্থীদের, যারা এই রমজানে রোজা রেখেও কৃষকদের ধান কাটতে সহায়তা করেছে৷ আমাদের এলাকায় বোরোর বাম্পার ফলন হয়েছে। আর বর্তমান সময়ে সবারই উচিত কৃষকদের পাশে থাকা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে দেশের মানুষ বাঁচবে’।
শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলো রোমান আহমদ, রাসেল আহমদ, পাভেল আহমদ, এমাদ আহমদ, পাবেল আহমদ, কামরান আহমদ, মাসুদ আহমদ সহ আরো অনেকে।