Voice of SYLHET | logo

১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

“রোজা রেখেও কৃষকের ধান কেঁটে দিলেন বর্ণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা

প্রকাশিত : April 28, 2020, 14:26

“রোজা রেখেও কৃষকের ধান কেঁটে দিলেন বর্ণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ-  বিশ্বব্যাপী মহামারী নভেল করোনার কারণে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পাকা ধান কেটে পিছিয়ে পড়া কৃষকদের সাহায্য করেছেন বর্ণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

আজ ২৮শে এপ্রিল, মঙ্গলবার সকালে বর্ণি গ্রামের কৃষকদের সহায়তা করেন তারা। বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের নেতৃত্বে দপ্তরি সিরাজুল ইসলাম ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমানে চলছে রহমতের মাস রমজান। আর এই রমজানের রোজা রেখেই শিক্ষকদের পাশাপাশি স্কুলের ছাত্র রাও ধান কাটতে আগ্রহী হয়। যা এক অনন্য নিদর্শন।

এনিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান বলেন, ‘আমি অশেষ ধন্যবাদ জানাই আমার স্নেহাশিস শিক্ষার্থীদের, যারা এই রমজানে রোজা রেখেও কৃষকদের ধান কাটতে সহায়তা করেছে৷ আমাদের এলাকায় বোরোর বাম্পার ফলন হয়েছে। আর বর্তমান সময়ে সবারই উচিত কৃষকদের পাশে থাকা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে দেশের মানুষ বাঁচবে’।

শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলো রোমান আহমদ, রাসেল আহমদ, পাভেল আহমদ, এমাদ আহমদ, পাবেল আহমদ, কামরান আহমদ, মাসুদ আহমদ সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 653 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।