নিউজ ডেস্ক:-
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মিষ্টিকুমড়া ভর্তি ট্রাক থেকে ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় ফেনসিডিল পাচারের দায়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। সোমবার (২৭ এপ্রিল) রাত ১টা ৩০ মিনিটের দিকে গোদাগাড়ী পৌর সদরের শহীদ ফিরোজ চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৫ রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মইনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতার দুজন হলো– ট্রাক ড্রাইভার সেলিম রেজা ইসমাইল (৩২), তার সহকারী তরিকুল ইসলাম (৩২)।
র্যাব-৫ রাজশাহীর কোম্পানি অধিনায়ক বিজ্ঞপ্তিতে জানান, একটি ট্রাকে মিষ্টি কুমড়ার সঙ্গে ওই ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে রাজশাহীর দিকে আসছিল। গোদাগাড়ী সদরে ট্রাকটি তল্লাশি করে ওই ফেনিসিডিল উদ্ধার করে র্যাব। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, ৪ হাজার ৪০০ কেজি মিষ্টিকুমড়া, ১টি ট্রাক, ড্রাইভিং লাইসেন্স, নগদ ২ হাজার টাকাসহ ওই দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে