ইসমাইল হোসাইনঃদোয়ারাবাজারে করোনা রোগী, সুস্থ হয়ে ফিরলেন বাড়ি। দোয়ারায় করোনা আক্রান্ত শিবলী বেগম নামে এক করোনা রোগী সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরেছেন।আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ভেলা তার সুস্থতা নিশ্চিত করে তাকে ছাড়পত্র দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন (সুমন)।শিবলী বেগম উপজেলার মান্নারগাও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের প্রবাসী মাহবুবুর রহমানের স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা জানায়,
গত ০৯ এপ্রিল( বৃহস্পতিবার) শিবলী বেগমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে তার ফলাফল পজেটিভ আসে। অতপর তাকে ১২ এপ্রিল (রবিবার)সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।রোগী সুস্থ হওয়ায় এবং নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় আজ তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।শিবলী বেগম বাড়িতে ফিরে আসেন। তাকে সামাজিক দূরত্ব বজায় রেখে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়।