Voice of SYLHET | logo

১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

মসজিদ খোলা থাকবে, খতম তারাবিও হবে

প্রকাশিত : April 26, 2020, 23:40

মসজিদ খোলা থাকবে, খতম তারাবিও হবে

নিউজ ডেস্ক:-

ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ‘দেশের সব মসজিদ খোলা আছে, খোলা থাকবে এবং তারাবিও হবে।’
আজ রবিবার (২৬ এপ্রিল) করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে রমজান মাসে মসজিদ খোলা রাখা ও তারাবির নামাজের বিষয়ে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা যে কথাটা বলছি, মসজিদ কিন্তু বন্ধ না। আমরা ওয়াক্তের নামাজের ক্ষেত্রে বলেছিলাম, ওয়াক্তের নামাজে পাঁচজন ও জুমার নামাজে ১০ জন উপস্থিত থাকবেন। জুমার নামাজে যে শর্ত মেনে ১০ জন থাকবেন, সে শর্ত মেনে এশার ও তারাবির নামাজের সময় ১০ জন মুসল্লি ঠিক করবেন। দুজন কোরআনে হাফেজ সম্পূর্ণরূপে খতম তারাবি পড়বেন। খতম তারাবি বন্ধ থাকবে না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘যে সব স্থানীয় মসজিদে কমিটি খতম তারাবি পড়তে চান, অবশ্যই সব মসজিদ খোলা আছে খোলা থাকবে, তারাবি হবে তবে সংক্ষিপ্ত হবে। কারণ বাইরে থেকে কোনো অসুস্থ কেউ এলে তার মাধ্যমে অন্যরা সংক্রমিত হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারেন। মানুষের জীবনরক্ষার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে ২৬ মার্চ থেকে কয়েক দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় যেকোনো ধরনের জনসমাগম না করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। মসজিদের ওয়াক্ত ও জুমার নামাজে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সবাইকে ঘরে নামাজ আদায় করার জন্য বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 316 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।