নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ১২ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার ফুসফুসে অস্ত্রোপচার করা হতে পারে।
এমন তথ্য জানিয়েছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, হাসপাতালে ১২ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তার ফুসফুসে অস্ত্রোপচার করা হতে পারে। বাকিদের মধ্যে কয়েকজন মোটামুটি সুস্থ আর কয়েকজন স্থিতীশিল অবস্থায় রয়েছেন।
এছাড়া করোনা সন্দেহে এ হাসপাতালে ৭ জন কোয়ারেন্টিনে আছেন বলেও জানান তিনি। এখনো তাদের রিপোর্ট আসেনি।
আর কিছুক্ষণ পরে করোনা সন্দেহভাজন আরেকজন রোগী ওসমানী হাসপাতাল থেকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে আসতে পারেন বলেও জানান ডা. সুশান্ত