মৌলভীবাজার প্রতিনিধি::
পবিত্র মাহে রামযান উপলক্ষে গ্রামের দরিদ্য পরিবারে ফুড প্যাক উপহার দিলো মুটুকপুর সমাজকল্যান যুব সংঘ।
আজ শনিবার তৃতীয় ধাপে ৪৫টি দরিদ্র পরিবারে এই রামাদ্বান ফুড প্যাক প্রদান করা হয়। এআগেও করোনা মোকাবেলায় খাদ্য কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৪৫টি পরিবার ও দ্বিতীয় ধাপে ২৫ পরিবারেও খাদ্য সহায়তা দেয়া হয়। বিতরণকরা খাদ্যের মধ্যে ছিল নিত্য প্রয়োজনীয় খাবার ও ইফতার সামগ্রী।
এবিষয়ে মুটুকপুর সমাজকল্যান যুব সংঘের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, ৩টি ধাপে আমাদের গ্রাম ও পাশ্বর্তী গ্রামের নিন্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে প্রায় ১১৫টি ফুড প্যাক প্রদান করা হয়েছে। একাজে আমাদের গ্রামের লন্ডন, আমেরিকাসহ বিভিন্ন দেশের প্রবাসী ও বিত্তশালীরা আর্থিকভাবে সহায়তা করেছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরো দুটি ধাপে একেবারেই অস্বচ্ছল পরিবারে খাদ্য সহায়তা দেয়া হবে।