দক্ষিন সুরমায় ৮ জুয়াড়িকে আটক করেছে র্যাব ৯
ভয়েস অব সিলেট ডেস্ক ঃদক্ষিণ সুরমায় রবিবার রাত ১২টার দিকে কিনব্রিজের দক্ষিণ প্রান্তে শহীদ মিয়ার ভাড়া করা রুমে অভিযান চালিয়ে এক রুমের ভেতর জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেছে র্যাব ৯
আটককৃত জুয়াড়িরা হলো- কুমিল্লার চৌদ্দগ্রামের বিজয়খরা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম মিল্লাত (৪৭), দক্ষিণ সুরমার মোমিনখলার মৃত সমর উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৩৫), কুচাইর মৃত হারুন অর রশিদের ছেলে লিটন আহমেদ (৩২), ভার্থখলার এলাইছ মিয়ার ছেলে হেলাল মিয়া (২৮), কুচাইর নুরুল ইসলামের ছেলে কামাল আহমেদ (৩৫), কদমতলীর শানু মিয়ার ছেলে রাজু মিয়া (৩২), বরইকান্দির আরফিজ আলীর ছেলৈ চুনু মিয়া (৩০) ও শিববাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৪০)।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন।