ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জে তিন রোগী চিকিৎসা নিচ্ছেন। তারা গত দুদিনে সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
তারা হলেন- লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের ইমন, শায়েস্তাগঞ্জের কদমতলী গ্রামের জালাল মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার খান্দুরা গ্রামের ইউসুফ মিয়া। এর মধ্যে ইমন গত ২৬ জুলাই সদর হাসপাতালে ভর্তি হন। বাকি দুজন রোববার ভর্তি হন।
সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথিন্দ্র চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি রোগীদের বরাত দিয়ে জানান, তারা প্রত্যেকেই ঢাকা সফরে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। পরবর্তীতে সদর হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। তারা এখন অনেকটাই সুস্থ।
#এম