কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আজ প্রথম আরিফুর রহমান নামের এক ব্যক্তির (৩৮) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি বঙ্গবন্ধু মহাসড়কের কাজে নিয়োজিত স্প্রেক্টা ইন্জিনিয়ারিং লিমিটেডের কর্মকর্তা। তিনি টুকের বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। বর্তমানে বাসাটি সম্পূর্ণ লকডাউন করে রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুম বলেন, ‘গত ২২ তারিখ কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি সিলেটের একটি হাসপাতালে ভর্তি হন। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় সেখান থেকে তাকে বৃহস্পতিবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ এসেছে’।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, ‘করোনায় আক্রান্ত ব্যক্তি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। উপজেলা প্রশাসন ওই বাড়িটি লকডাউন করে রেখেছে’। তিনি সবাইকে সরকারি আদেশ মেনে চলার জন্য অনুরোধ জানান।