নিজস্ব প্রতিবেদক:-
সিলেটের রঙ্গিটিলার করোনা আক্রান্ত ঐ নারী হাসপাতাল থেকে পালিয়ে যাননি। কভিড টেস্ট এর রেজাল্ট আসার আগেই তাকে ওসমানী হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়ায় তিনি বাড়ি ফিরে যান। হাসপাতালের ছাড়পত্রের কপিও আছে তার কাছে।
অথচ, গতকাল রাত থেকে কতিপয় অতি উৎসাহী ব্যক্তি ফেসবুকে ও অনলাইন পোর্টালে ওই নারী পালিয়ে গেছেন বলে ভিত্তিহীন প্রশ্ন তোলে। কেউ কেউ ‘ভয়ংকর’ লাল বার্তা ছড়িয়ে আতংক তৈরি করেছেন। পুলিশও ওই নারীর বাড়িতে না গিয়ে রাতভর বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে গুজবে হাওয়া দিয়েছে।
আজ শুক্রবার সিভিল সার্জন ঐ নারীকে বাড়ি থেকে এনে শামসুদ্দীন হাসপাতালে নিয়ে আসেন। পরে তার শরীরে করোনার উপসর্গ না থাকায় হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।
একবার মাথা ঠান্ডা করে ভাবুনতো -একজন নারী সকালে যার নবজাতক সন্তান মারা গেছে, সন্ধ্যায় তিনি নিজে করোনা আক্রান্তের খবর, কতটা মানষিক ধকল যাচ্ছে তার উপর দিয়ে। এমন সময় তার হাসপাতাল থেকে পালানোর কল্পিত গুজব প্রচার করে তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কিন্তু এটি যে কোন দায়িত্বশীলতার পরিচয় নয়, তা বুঝতে আর কারো বাকী নেই!