বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতির আবার অবনতি হয়েছে। গতকাল একটু উন্নতি হলেও শেষ পর্যন্ত বিশ্বজুড়ে ৫৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আজ পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে বলে মনে হচ্ছে। যদিও সব দেশের আপডেট আসেনি, তবে যতটুকু এসেছে তাতে নেতিবাচকই মনে হচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিকে খারিজ করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীনে করোনাভাইরাস কোনো প্রাণীর দেহ থেকেই মানুষে সংক্রমিত হয়েছে, উহানের গবেষণাগার থেকে নয়।
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগির সংখ্যা ৮ লাখ পার হয়েছে আজ। এছাড়া, গতকালের তুলনায় পরিস্থিতির অবনতি হয়েছে স্পেন, ইতালি, যুক্তরাজ্য, তুরস্ক, রাশিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া, পাকিস্তান, সৌদি আরব, মেক্সিকো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইউক্রেন, ডমিনিকান রিপাবলিক, পানামা, ফিনল্যান্ড, আলজেরিয়া এবং হাঙ্গেরিতে।
গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছে ৫০১৫ জন। মোট নিহতের সংখ্যা এখন এক লাখ ৭৫ হাজার অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় এ পর্যন্ত মারা গেছে ১১৪৯ জন, যার মধ্যে নিউইয়র্কে ৪৮১, পেনিসেলভেনিয়ায় ২১৬ এবং মেরিল্যান্ডে ৭০ জন মারা গেছেন। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৮২৮ জনের মৃত্যু হয়েছে যা গতকালের তুলনায় দ্বিগুন। ইতালিতে ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৩৪ জন। স্পেনে এ পর্যন্ত মারা গেছেন ৪৩০ জন, তবে আরেকদফা আপডেট পরে আসবে। ফ্রান্সে ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৩১ জন। বেলজিয়ামে বিগত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৭০ জন। সুইডেনে এ যাবৎকালের সবচেয়ে বেশি সংখ্যক লোক মারা গেছেন আজ। ২৪ ঘন্টায় সেখানে মৃতের সংখ্যা ১৮৫। অন্যদিকে, কানাডায় ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪১ জন আর তুরস্কে মারা গেছে ১১৯ জন। জার্মানীতে এখন অবধি মারা গেছেন ৮৬ জন।
এর বাইরে বিগত ২৪ ঘন্টায় ইরানে ৮৮, রাশিয়ায় ৫১, কানাডায় ৩৮, সুইজারল্যান্ডে ৪৯, আয়ারল্যান্ডে ৪৩, পেরুতে ৩৯, পর্তুগালে ২৭, অস্ট্রিয়ায় ২১, ফিনল্যান্ডে ৪৩, পর্তুগালে ২১, মেক্সিকোতে ২৬, পোল্যান্ড ২১, রোমানিয়ায় ২০, ডমিনিকান রিপাবলিকে ১০, পানামায় ১০, ইকুয়েডরে ১৩, ফিলিপিনসে ৯, ইন্দোনেশিয়াতে ২৬, চিলিতে ৮, সৌদি আরবে ৬, ইউক্রেনে ১০, আলজেরিয়াতে ৮ এবং হাঙ্গেরিতে ১৪ জন মারা গেছেন। সৌদি আরবে আজ আক্রান্ত হয়েছেন ১১৪৭ জন। মোট আক্রান্ত রোগির সংখ্যা ১১৬৩১ জন। আজ সেখানে মারা গেছেন ৬ জন এবং মোট মৃতের সংখ্যা ১০৯ জন। অন্যদিকে মালয়েশিয়ায় আজ আক্রান্ত হয়েছেন ৫৭ জন আর মারা গেছেন ৩ জন।
করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ১৬৮,০০৪ জন, আর ২৪ ঘন্টার ব্যবধানে মোট নিহতের সংখ্যা এখন ১৭৪,৫৭৩ জন। এ পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে ৪৩,৫৫৮, ইতালিতে মারা গেছে ২৪,৬৪৮ জন, স্পেনে ২১,২৮২ জন, ফ্রান্সে ২০,২৬৫, যুক্তরাজ্যে ১৭,৩৩৭, ইরানে ৫২৯৭, বেলজিয়ামে ৫৯৯৮, জার্মানীতে ৪৯৩৪ এবং নেদারল্যান্ডসে ৩৯১৬ জন মারা গেছেন।
গতকাল এই সময়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৪ লাখ ৪৪ হাজার আর এখন ২৫ লাখ ২৯ হাজারে উন্নীত হয়েছে। তার মানে গত ২৪ ঘন্টায় বিশ্বে প্রায় ৮৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ৩ হাজারে পৌছেছে। স্পেনে মোট আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৪ হাজার। ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৮৩ হাজারে পৌছেছে। ভারতে আজ এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৪৬ জন, মারা গেছে ১১ জন। ভারতে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৮,৯৮৫ জন। মোট মৃতের সংখ্যা ৬০৩ জন। পাকিস্তানে করোনা পরিস্থিতির আজ বেশ অবনতি হয়েছে। পাকিস্তানে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। আজ মারা গেছেন ২৫ জন। পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা এখন ২০১ জন।
বাংলাদেশে করোনা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট ১১০ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩,৩৮২ জন।
সর্বশেষ তথ্যনুযায়ী, আরো এক সপ্তাহ ছুটি বৃদ্ধি করার প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে সরকারী ছুটি চলবে ২ মে পর্যন্ত। ঢাকার কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে কেনাবেচা বন্ধ করা হয়েছে। হবিগঞ্জে আরো দুই নারী করোনা রোগী শনাক্ত হয়েছেন। কেরানীগঞ্জে নতুন করে আটজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে কেরানীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪। খুলনায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে যাওয়ার কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মচারীকে আজ মঙ্গলবার কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। রংপুর নগরে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। নেত্রকোনায় এবার ২ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। বরিশাল বিভাগে নতুন ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
করোনায় ব্যাপকভাবে সংক্রামণের হাত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন।