Voice of SYLHET | logo

৪ঠা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়েছে সাকিবের হ্যাচারি’কে

প্রকাশিত : April 21, 2020, 18:15

শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়েছে সাকিবের হ্যাচারি’কে

আগামী ৩০ এপ্রিলের মধ্যে প্রায় দু’শো শ্রমিকের চার মাসের বেতন পরিশোধের সময় বেধেঁ দেয়া হয়েছে অলরাউন্ডার সাকিব আল-হাসানের কাঁকড়া হ্যাচারি’কে।

গতকাল সোমবার সাতক্ষীরার শ্যামনগরে ঐ শ্রমিকরা পাওনা আদায়ে রাস্তায় নেমে বিক্ষোভ করে। পরে মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দ্রুত মজুরী পরিশোধের আশ্বাস দিয়েছে পুলিশ।

শ্রমিকরা জানায়, করোনা প্রাদুর্ভাবে পরিবার নিয়ে কঠিন অবস্থায় পড়েছে তারা।

এরপরই অ্যার্গ্রো ফার্ম কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাদের বেতনাদি পরিশোধের আশ্বাস দেয় পুলিশ।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকরা বিক্ষোভ করলে আমরা তাদের সাথে কথা বলে তাদের বেতন পাইয়ে দেয়ার আশ্বাস দেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

উল্লেখ্য এরআগে একাধিকবার সময় নিয়েও মজুরী পরিশোধ না করার অভিযোগ রয়েছে ‘সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেডে’র বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 239 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।