নিজস্ব প্রতিবেদক:
গেলো গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কোয়ারেন্টিনে যুক্ত হলেন আরো ২০৫ জন। এই নিয়ে সিলেট বিভাগে কোয়ারেন্টিনে থাকার সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪৫ জন। এর মধ্যে মুক্ত হয়েছেন ২৫৭ জন। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন তারা।
এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ২১৮ জন, সুনামগঞ্জে ১৪২০ জন, হবিগঞ্জে ৯৩৫ জন এবং মৌলভীবাজারে ৪৭২ জন রয়েছেন।