বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনি ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সিলেট সেনানিবাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন।
এ প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে মোট ১৩টি দল অংশগ্রহন করে। প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন অঞ্চল চ্যাম্পিয়ন এবং ৫৫ ডিভিশন রানারআপ হবার গৌরব অর্জন করে।
এ সময় সকল দলের খেলোয়াড় ছাড়াও সিলেট সেনানিবাসের অফিসার, জুনিয়র কমান্ডিং অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।
#এম