হবিগঞ্জে সোমবার একদিনে ১০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের বিষয়টি রাতে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একে এম মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছে ।
আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বানিয়াচংয়ের ৩, বাহুবলের ১ জন, আজমিরীগঞ্জ ২ জন ও চুনারুঘাট ১ জন বলে জানান তিনি। আক্রান্তদের ৮ জন পুরুষ ও দুইজন নারী।
সোমবার ওসামনী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় এই ১০ জন শনাক্ত হন জানিয়ে সিভিল সার্জন বলেন, আক্রান্তদের এলাকা লকডাউনের উদ্যোগ নেওয়া হয়েছে।