Voice of SYLHET | logo

১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১লা অক্টোবর, ২০২৩ ইং

হবিগঞ্জে একই দিনে ১০ জনের শরীরে ধরা পড়লো করোনা

প্রকাশিত : April 21, 2020, 00:32

হবিগঞ্জে একই দিনে ১০ জনের শরীরে ধরা পড়লো করোনা

হবিগঞ্জ প্রতিনিধি :-

হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় একদিনেই ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের পরীক্ষা করা হয়েছে এরমধ্যে এই ১০ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও ২ জন নার্স রয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান- আক্রান্তদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। এরমধ্যে লাখাই উপজেলায় ৩ জন, বানিয়াচং উপজেলায় ৩ জন, বাহুবল উপজেলায় ১ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২ জন ও চুনারুঘাট উপজেলায় ১ জন।

এছাড়া আক্রান্তদের মধ্যে দুইজনের বাড়ি কুমিল্লায়। তারা ধান কাটার জন্য হবিগঞ্জে এসেছেন। বাকি ৮ জন সম্প্রতি ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে এলাকায় ফিরেছেন।

এদিকে, আক্রান্ত সকলেই বর্তমানে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ফলে এলাকার মধ্যে করোনা সংক্রামণের প্রবল ঝুঁকি থাকায় প্রত্যেকটি এলাকা লকডাউন করা হবে। পাশাপাশি লকডাউন কঠোর করতে ওই এলাকাগুলোতে ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান সিভিল সার্জন।

এর আগে ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। তিনিসহ জেলায় করোনা আক্রান্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ জনে

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 314 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।