Voice of SYLHET | logo

১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১লা অক্টোবর, ২০২৩ ইং

বড়লেখায় ৪০টি মামলা, ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : April 20, 2020, 19:47

বড়লেখায় ৪০টি মামলা, ৬০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি :-

মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও জনগণের অযথা ঘরের বাইরে ঘোরাঘুরি বন্ধ করতে নানা ধরণের প্রচার চালিয়ে যাচ্ছে প্রশাসন। কিন্তু প্রশাসনের এতো পদক্ষেপের পরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। বরং মানুষ উল্টো সামাজিক দূরত্ব না মেনে অবাধে ঘোরাফেরা করছে, আড্ডা দিচ্ছে, খেলাধুলা করছে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এ সময় অকারণে ঘোরাঘুরি এবং সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার কারণে ৪০টি মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৬০ হাজার ৬শ টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও জনগণের অযথা ঘরের বাইরে ঘোরাঘুরি এবং ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল নিয়ন্ত্রণ করতে রবিবার উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালায়। এ সময় অকারণে ঘোরাঘুরি এবং সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার কারণে ভ্রাম্যমাণ আদালত ৪০টি মামলায় ৬০ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এ সময় থানার ওসি ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, আমরা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও মানুষকে ঘরে রাখার জন্য দফায় দফায় অভিযান চালাচ্ছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এরপরও যারা অকারণে ঘোরাঘুরি করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 313 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।